বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন প্রথমবারের মত চট্টগ্রাম সফরে আসলে অন্যান্য কর্মসূচির মধ্যে গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় সাবেক মেয়র এবং সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর বাসভবনে আসেন। তারা দুই দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ আলোচনা করেন। মাহমুদুল ইসলাম চৌধুরী দেশের বর্তমান পরিস্থিতিতে মার্কিন বিনিয়োগ উৎসাহিত করার জন্য এবং পোশাক শিল্পের উপর রপ্তানি শুল্ক কমানোর জন্য রাষ্ট্রদূতকে বিশেষ করে অনুরোধ করেন। রোহিঙ্গা সংকট সমাধানে রাষ্ট্রদূতকে ভূমিকা নেওয়ার জন্য এবং মার্কিন সাহায্য অব্যাহত রাখার ব্যাপারে মাহমুদুল ইসলাম চৌধুরী রাষ্ট্রদূতকে আবেদন জানান। আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে চট্টগ্রামের গুরুত্ব তিনি বিশেষভাবে তুলে ধরেন।
মার্কিন রাষ্ট্রদূতের সাথে আলোচনায় আরো অংশগ্রহণ করেন কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট এবং অর্থনৈতিক বিভাগীয় প্রধান মাইক পেন্নেল ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহম্মদ এবং অর্থনৈতিক বিশেষজ্ঞ আসিফ আহম্মদ। পরবর্তীতে মার্কিন রাষ্ট্রদূত মাহমুদুল ইসলাম চৌধুরীর বাসভবনে নৈশভোজে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।












