নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয়ের আশা যখন উজ্জল করে তুলেছে বাংলাদেশের বোলাররা ঠিক তখনই একটা দুঃসংবাদ শুনল বাংলাদেশ। হাতে আঘাত পেয়েছেন মাহমুদুল হাসান জয়। এই টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাট করা তরুণ ব্যাটসম্যানের ডান হাতে পড়েছে তিনটি সেলাই। মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন ফিল্ডিং করার সময় আঘাত পান মাহমুদুল। দিনের খেলা শেষে তার আঘাতের অবস্থা জানান দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। তিনি বলেন ফিল্ডিং করার সময় মাহমুদুল হাসান জয় ডান হাতের তৃতীয় ও চতুর্থ আঙুলের মধ্যে আঘাত পেয়েছে। এখানে যে চিকিৎসক ছিলেন, তিনি সেলাই করে দিয়েছেন। তিনটি সেলাই পড়েছে। ওকে এখন সাত থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকতে হবে। যা যা চিকিৎসা, ওষুধ দরকার, এরই মধ্যে সেগুলো তাকে দেওয়া হয়েছে। এখন কনজারভেটিভ ম্যানেজমেন্ট করা হবে।
চলতি টেস্টে মাহমুদুলের আবার ব্যাটিং করা নিয়ে জেগেছে শংকা। তার ব্যাট হাতে নামার সম্ভাবনা একেবারেই ক্ষীন। অবস্থার নাটকীয় উন্নতি না হলে খেলতে পারবেন না পরের টেস্টও। এই টেস্টের প্রথম ইনিংসে তিনটি ভালো জুটি গড়ার পথে ২২৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেন মাহমুদুল হাসান জয়। তার গড়ে দেওয়া ভিতের উপর দাঁড়িয়ে প্রথম ইনিংসে ৪৫৮ রান তুলে ১৩০ রানের লিড নেয় বাংলাদেশ। চতুর্থ দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৪৭। এগিয়ে আছে তারা কেবল ১৭ রানে। ক্রিজে আছেন রস টেইলর ও রাচিন রবীন্দ্র। যা তাদের বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের শেষ জুটি।