মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গে মোমিনুল

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১২ জুলাই, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ

অবসরের সিদ্ধান্ত নিয়ে মাহমুদউল্লাহ ম্যাচসেরার পুরস্কার নিতে এসেও মুখে কুলুপ এটে রাখেন। শুধু তিনি নন, জয়ের পর অধিনায়ক মোমিনুল হকও জমিয়ে রাখলেন নাটক। মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গে মুমিনুলের বক্তব্য, ‘অবসরের সিদ্ধান্ত তো উনার ব্যক্তিগত। যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত হতেই পারে। ওটা নিয়ে আমি বলতে পারি না।’ মাহমুদউল্লাহর অবসর নিয়ে না জানালে কেনইবা তাকে গার্ড অব অনার দেওয়া? এমন প্রশ্নে মোমিনুল বলেন, ‘আমরা ওইভাবে (মাহমুদউল্লাহর শেষ ম্যাচ ধরে) চেষ্টা করছি ম্যাচটা শেষ করতে। উনার যদি শেষ হয় চেষ্টা করছি উনার জন্য ডেডিকেট করে। যেহেতু শুনলাম উনার প্রথম টেস্টেও বাংলাদেশ জিতেছিল, শেষ ম্যাচটাও জিতেছে। সব মিলিয়ে আমরা ওনার শেষ ম্যাচ ধরেই খেলেছি।’ ড্রেসিংরুমে মাহমুদউল্লাহ অবসরের সিদ্ধান্ত জানানোর পর আপনার অনুভূতি কেমন ছিল? এই প্রশ্নে টেস্ট অধিনায়ক বললেন, ‘দেখেন এই ব্যাপারে প্রথমে বললাম কোনও কিছু মন্তব্য করা কঠিন। অবশ্যই তরুণ অধিনায়ক হিসেবে আমার খারাপ লাগার কথা। খারাপ না লাগলে অবশ্যই অস্বাভাবিক একটা জিনিস।’

পূর্ববর্তী নিবন্ধসৃষ্টিকর্তার কাছে মেসির কৃতজ্ঞতা
পরবর্তী নিবন্ধযৌথভাবে সেরা মেসি ও নেইমার