মাহবুব তালুকদার শালীনতা বহির্ভূত কথা বলেছেন : সিইসি

| মঙ্গলবার , ১৬ নভেম্বর, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

নির্বাচন ‘আইসিইউতে’ ও গণতন্ত্র ‘লাইফ সাপোর্টে’- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এমন বক্তব্যকে ‘শালীনতা বহির্ভূত’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। গতকাল সোমবার বিকালে ঢাকায় নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রতিক্রিয়া দেন সিইসি।
নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব না থাকলেও বর্তমান কমিশনের পাঁচ বছর মেয়াদে বিভিন্ন সময়ে নির্বাচন, ভোটার বিমুখিতা, সহিংসতা, কর্তৃত্ব নানা বিষয়ে বরাবরই ভিন্ন মত দিয়ে এসেছেন মাহবুব তালুকদার। খবর বিডিনিউজের। সবশেষ গত রোববার নির্বাচন এখন ‘আইসিইউতে’ ও গণতন্ত্র ‘লাইফ সাপোর্টে’ বলে ‘আমার কথা’ শীর্ষক লিখিত বক্তব্য উপস্থাপন করেন তিনি। এমন বক্তব্য প্রসঙ্গে সিইসি নূরুল হুদা বলেন, উনি যে কথাগুলো ব্যবহার করেছেন সেগুলো শালীনতা বহির্ভূত। আইসিইউ, লাইফ সাপোর্ট- এ কথাগুলো শালীন মনে করি না। নির্বাচন কমিশনে থেকে নির্বাচন নিয়ে কীভাবে সহায়তা করা যায়, সফল করা যায়- এটা ইসি সদস্যদের দায়িত্ব। উনি সব সময় এ ধরনের কথা বলেন, করার কিছু নেই।
তার মতে, এতো ভোটার উপস্থিতির মধ্যেও এ দেশে নির্বাচন নেই, নির্বাচনী পরিবেশ নেই, মানুষ নির্বাচনী সংস্কৃতি থেকে চলে গেছে- এটা প্রতিষ্ঠিত হতে পারে না। মাহবুব তালুকদারের অনুপস্থিতিতে কথা বলতে চাননি সিইসি। তবে পরে নিজে থেকেই প্রসঙ্গটি টেনে এনে বলেন, উনি (মাহবুব তালুকদার) সব সময় এরকম করে থাকেন। এ নিয়ে আমরা জিজ্ঞাসাও করি না, জানতেও চাই না।
সিইসি জানান, কমিশন সভা বসলে হোমওয়ার্ক করে বসেন, প্রস্তুতি নিয়ে আসেন। সভায় সব সদস্য কন্ট্রিবিউট করেন, প্রতিটি মিটিংয়ে চিন্তাভাবনা করে যান তারা। মাহবুব সাহেব কোনো চিন্তাভাবনা করেন না। উনি ৭/৮ দিন পর্যন্ত একটা শব্দ চয়ন করার জন্য ব্যয় করেন। কোন শব্দটা দিলে আপনার এরকম বলবেন, প্রশ্ন করবেন- আইসিইউ, লাইফ সাপোর্ট। এ শব্দগুলো অনেকে ঘেঁটে ঘেঁটে তারপরে করে এভাবে ছেড়ে দেন। এটা পাঁচ বছর ধরে দেখেছি।

পূর্ববর্তী নিবন্ধসন্তান জন্মের দুই ঘণ্টা পর পরীক্ষা দিলেন মা
পরবর্তী নিবন্ধপকেটে নাকি ভিটামিন সি!