মাহবুব উল আলম চৌধুরী ছিলেন পরিশুদ্ধ এক মানুষ

উচ্চারকের অনুষ্ঠানে বক্তব্য

| শনিবার , ৮ নভেম্বর, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

একুশের প্রথম কবিতার কবি ভাষাসংগ্রামী মাহবুব উল চৌধুরীর ৯৯তম জন্মদিন উপলক্ষে উচ্চারক আবৃত্তি কুঞ্জ আয়োজিত অনুষ্ঠানে আলোচকরা বলেছেন, কবি মাহবুব উল আলম চৌধুরী ছিলেন ভেতরেবাইরে পরিশুদ্ধ এক মানুষ। তিনি এদেশের পরিশুদ্ধ রাজনীতি ও সংস্কৃতির জন্য যে ত্যাগ করে গেছেন তার জন্য আজ কিংবদন্তি হয়ে আছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর দামপাড়া এম এম আলী রোডে টেলেন্ট স্কুল মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উচ্চারক সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের। অতিথি আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাছুম আহমেদ, লেখক মুহাম্মদ মহসীন চৌধুরী, কবি ও নাট্যকার শহিদ মিয়া বাহার প্রমুখ।

উচ্চারকের সাধারণ সম্পাদক শামীমা ইয়াছমিনের সঞ্চালনায় কবির কবিতা থেকে আবৃত্তি করেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী চিংলামং চৌধুরী, নিশাত হাসিনা শিরিন, মশরুর হোসেন, মুজাহিদুল ইসলাম, জুনায়েদ হোসেন, ঋতু দে, আন্নি রাহা ও অনন্যা দাশ। একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন উচ্চারক আবৃত্তি কুঞ্জ ও উচ্চারক শিশু কুঞ্জের শিল্পী এ এস এম এরফান, মো. হামিদ উদ্দীন, সঞ্জয় দাশ, বর্ণি দে, নুসরাত জাহান, পাপড়ি দে, সাইয়ারা সালসাবিল, তাফসিরুল ইসলাম, রাজীব সুশীল, বুশরা আলম, রুবাইয়া বিনতে আকবর, শমিতা শাহা, ফারাহ তাহের প্রকৃতি, হুমায়রা আক্তার, সামিরা আক্তার, শাহনেওয়াজ মালিথা শুভ্র, অনিরুদ্ধ বিশ্বাস, রাইসা জান্নাত নাবিলা, ফারিহা তাহের গল্প, সাবিকুন বিনতে হোসেন, মো. হাসসান উদ্দীন আবরার, হাবিবাতুন নূর আফিফা, জান্নাতুন নাঈম, দীপা দত্ত, ফাইজান ফয়সাল, মো. ইব্রাহিম, আদ্রিতা বড়ুয়া, রুমাইসা মাহরীন, জুওয়াইরিয়া মাহরীন, সুহায়লা সুবাহ, মোশাররফ রেজা, বুশরা আহমেদ রামিন, রাবিবা মাহমুদ ও মো. জুহাইর রাইয়ান মম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন বালিকা স্কুলে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইয়াবা ও গাজাসহ গ্রেপ্তার ৪