মাহবুবুল আলম এফবিসিসিআই’র নতুন সভাপতি

৩৪ বছর পর চট্টগ্রাম থেকে এই পদে নির্বাচিত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৪:৩৪ পূর্বাহ্ণ

দীর্ঘ ৩৪ বছর পর চট্টগ্রাম থেকে তৃতীয় ব্যবসায়ী নেতা হিসেবে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এর আগে সত্তরের দশকে চট্টগ্রাম চেম্বার প্রেসিডেন্ট হিসেবে এফবিসিসিআইর সভাপতি হয়েছিলেন শিল্পপতি এ এম জহির উদ্দিন খান। চট্টগ্রাম থেকে ১৯৮৯ সালে দ্বিতীয়বার এফবিসিসিআই সভাপতি নির্বাচিত হয়েছিলেন শিল্পপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু। প্রায় তিন যুগ পর চট্টগ্রাম থেকে তৃতীয় বারের মতো এফবিসিসিআই সভাপতি হলেন ব্যবসায়ী নেতা মাহবুবুল আলম। তিনি ২০২৩২৫ মেয়াদে এফবিসিসিআইয়ের নেতৃত্ব দেবেন।

গতকাল বুধবার রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই ভবনে অনুষ্ঠানে নতুন সভাপতির নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী। এ সময় নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য শামছুল আলম এবং এম এন মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন ও সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম।

অনুষ্ঠানে সিনিয়র সহসভাপতি হিসেবে বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির প্রতিনিধি আমিন হেলালীর নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী। এছাড়া চেম্বার গ্রুপ থেকে তিনজন ও অ্যাসোসিয়েশন গ্রুপের তিনজনসহ মোট ছয়জন সহসভাপতির নাম ঘোষণা করা হয়। এর মধ্যে চেম্বার গ্রুপ থেকে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার ও যশোধা জীবন দেবনাথ। আর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহসভাপতি হয়েছেন শমী কায়সার, রাশেদুল হোসাইন চৌধুরী রনি এবং মুনির হোসাইন।

মাহবুবুল আলম ২০০২২০০৪ মেয়াদে প্রথমবার, ২০০৫২০০৬ মেয়াদে ২য় বার চিটাগাং চেম্বার পরিচালক, ২০০৭২০০৮ মেয়াদে সহসভাপতি, ২০১১২০১২ মেয়াদে সিনিয়র সহসভাপতি এবং ২০১৩ থেকে ৫ম বারের মত সভাপতি হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

মাহবুবুল আলম ১৯৫৮ সালে চট্টগ্রামের রাউজান উপজেলাধীন গহিরাস্থ দলইনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি খ্যাতনামা ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক মরহুম নুরুল আলম এবং মরহুমা আনোয়ারা বেগমের জ্যেষ্ঠ সন্তান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভকারী মাহবুুবুল আলম অধ্যয়নকালে চাকসুর সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা জীবন সম্পন্ন করার পর তিনি আমদানিরপ্তানিসহ বহুমুখী ব্যবসায় সম্পৃক্ত হয়ে ভোগ্যপণ্য আমদানিতে অন্যতম নেতৃস্থানীয় ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। তিনি দেশের নেতৃস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান আলম ট্রেডিং কর্পোরেশন, এম. আলম গ্যাস স্টেশনের স্বত্বাধিকারী, সার্জিস্কোপ হসপিটালের চেয়ারম্যান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও স্টার এলাইড ভেঞ্চারের ভাইস চেয়ারম্যান, সিবে লি: এর ব্যবস্থাপনা পরিচালক এবং ডায়মন্ড ইন্সুরেন্সের সাবেক চেয়ারম্যান ও এশিয়া ইন্সুরেন্সের সাবেক ভাইস চেয়ারম্যান।

বর্তমানে বিভিন্ন সামাজিক ও সেবাধর্মী কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি মাহবুবুল আলম দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সহসভাপতি ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সেন্টার অব এঙিলেন্স (বিসিই)’র চেয়ারম্যান, কনফেডারেশন অব ইস্টার্ন চেম্বারস্‌ অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিইসিসিআই)’র সহসভাপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ ইকনোমিক জোন অথরিটি (বেজা) ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)’র গভর্নিং বোর্ডের সদস্য এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র বোর্ড সদস্য ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের পরিচালক, বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটের এঙিকিউটিভ বোর্ড মেম্বার হিসেবেও বর্তমানে দায়িত্ব পালন করছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, রাউজানস্থ গহিরা আলিয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদের সহসভাপতি, দলইনগর হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সমাজসেবী ও বিদ্যোৎসাহী মাহবুবুল আলম এনায়েত বাজারস্থ চট্টগ্রাম মহিলা কলেজ ও গহিরা আলিয়া মাদ্রাসার গভর্নিং বডির মেম্বারসহ অসংখ্য শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।

দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র ২০২৩২৫ মেয়াদের সভাপতি নির্বাচিত হওয়ায় মাহবুবুল আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শুভেচ্ছা বার্তায় শিক্ষা উপমন্ত্রী বলেন, মাহবুবুল আলম অত্যন্ত দক্ষতা ও সততার সাথে চট্টগ্রাম চেম্বারের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁর সুদক্ষ নেতৃত্বে চট্টগাম চেম্বার এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। চিটাগাং চেম্বার পরিচালকমণ্ডলীর পক্ষে সিনিয়র সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন ও সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর পৃথক বার্তায় মাহবুবুল আলমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচেষ্টা করবো ব্যবসাকে কিভাবে আরো সহজ করা যায়
পরবর্তী নিবন্ধখালেদা, তারেকের পর নির্বাচনে অযোগ্য হলেন জোবাইদাও