মাহবুবুর রহমান চৌধুরী

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

উদীচী শিল্পীগোষ্ঠী বাংলাদেশের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য, লেখক, গবেষক ও চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল বিকেল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মাহবুবুর রহমান চৌধুরী সাতকানিয়া উপজেলার খাগরিয়ার বাসিন্দা। মৃত্যুকালে তিনি দুই পুত্রসন্তান রেখে গেছেন। পরিবারে চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। নগরীতে প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি সাতকানিয়ার খাগরিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে শুক্রবার রাত ১০টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মাহবুবুর রহমান চৌধুরীর মৃত্যুতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক সফিউদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি জসিম চৌধুরী সবুজ ও সাধারণ সম্পাদক অসীম বিকাশ দাশ, সাংবাদিক হাসান ফেরদৌস এবং ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শরীফ চৌহান গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপূর্ব আজিমপুর প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রদান
পরবর্তী নিবন্ধএস এম নজরুল ইসলাম