শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে মতবিনিময় করতে এসে সাধারণ ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে সভাস্থল ত্যাগ করতে বাধ্য হয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। গতকাল শনিবার বিকেল ৩টায় নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠান শুরুর আগে ঘটে এ ঘটনা।
সরেজমিনে দেখা যায়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে মতবিনিময়ের উদ্দেশে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে একে একে উপস্থিত হয় চট্টগ্রামের বিভিন্ন দপ্তর, এসোসিয়েশন, ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিরা। এদের মধ্যে ছিলেন চেম্বারের সাবেক পরিচালক মাহফজুল হক শাহও। তিনি তার নির্ধারিত আসনে গিয়ে বসেন। এর একটু পরই তিনি সাধারণ ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন। ব্যবসায়ীরা নানা স্লোগান দিলে একপর্যায়ে মাহফুজুল হক শাহ আসন থেকে উঠে দাঁড়ান। স্লোগানরতদের তিনি কিছু বোঝানোর চেষ্টা করতে গেলে তারা তাকে ধাক্কা দিতে দিতে লিফট পর্যন্ত নিয়ে যান। পরে লিফটে চড়ে তিনি সেখান থেকে নিচে নেমে গন্তব্যে চলে যান।
এ বিষয়ে লোকমান নামে উপস্থিত একজন ব্যবসায়ী বলেন, আমরা এখানে কোনো দালালকে আর আশ্রয়–প্রশ্রয় দিতে চাই না। এরা সাবেক সংসদ সদস্য লতিফদের সঙ্গে মিলে এখানে ভুয়া ভোটার বানিয়ে চেম্বারকে ধ্বংস করে ফেলেছে। এদের বাদ দিয়েই চেম্বার নতুন করে গড় তুলতে হবে।