মাহতাব হোসেনের রোমান্টিক থ্রিলার ‘দিলরুবা’

আজাদী অনলাইন | রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৯:১৫ অপরাহ্ণ

এবারের অমর একুশে বইমেলায় অনিন্দ্য প্রকাশ থেকে বেরিয়েছে ঔপন্যাসিক মাহতাব হোসেনের নতুন উপন্যাস ‘দিলরুবা’। তৌহিন হাসানের প্রচ্ছদে বইটি চট্টগ্রাম বইমেলায় পাওয়া যাচ্ছে ৫৭-৫৮ নম্বর স্টলে। এছাড়াও রকমারি, বইফেরি, বুক এক্সপ্রেসসহ বিভিন্ন অনলাইন শপে পাওয়া যাচ্ছে উপন্যাসটি।

‘দিলরুবা’ ঔপন্যাসিক মাহতাবের পঞ্চম উপন্যাস, যা মূলত এক উদীয়মান সংগীতশিল্পীর জীবনের গল্প।

মাহতাব জানান, অল্প বয়সে গান শিখতে গিয়ে শিক্ষক রিচার্ডের প্রেমে পড়েন দিলরুবা। রিচার্ডকে বিয়ে করায় হলিক্রস কলেজের এই শিক্ষার্থীকে ঘর ছাড়তে হয়। এরপর তিনি যখন ফিরে আসেন, তখন স্বামীকে ছেড়ে এসেছেন। একমাত্র সঙ্গী মেয়ে অনু।
কোনোরকম একটা চাকরি যোগাড় করে পায়ের নিচে মাটি খুঁজে নেন রুবা। তবে গল্পটা এখানেই শেষ নয়, শুরু বলা যায়। কারণ একটা নিষিদ্ধ কৌত‚হল আবারও সংকটে ফেলে দেয় দিলরুবাকে, যা মোড় নেয় রোমান্টিক থ্রিলারে।

নতুন উপন্যাসের বিষয় নিয়ে মাহতাব বলেন, শোবিজ জগতটা ঝলমলে ও রঙিন। এ কারণে সহজেই মানুষের মনোযোগ আকর্ষণ করে। কিন্তু এরও রয়েছে কুৎসিত দিক, যার ভুক্তভোগী হয় অনেক নারী। আবার ঝলমলে শোবিজ আলোকময় করে তোলে কোনো কোনো নারীকে। তেমনই একজন নারীর জীবনের গল্প ‘দিলরুবা।’

মাহতাবের জন্ম ১৯৮৮ সালের ৮ জানুয়ারি, দিনাজপুর জেলার রেলওয়ে শহর পার্বতীপুরে। শৈশব-কৈশোর কাটিয়েছেন সেখানেই। পড়েছেন রংপুর কারমাইকেল কলেজ, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। লেখালেখি ছাড়াও সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে কাজ করছেন দেশের বহুল প্রচারিত দৈনিক কালের কন্ঠে।

মাহতাবের অন্য উপন্যাসগুলো হলো―‘শর্মিলা’, ‘নগরে সমুদ্র’, ‘সন্ধ্যার পরে’ ও ‘বেজক্যাম্প হোটেলের মধ্যরাত।’ এছাড়াও ‘তনিমার সুইসাইড নোট’, ‘ইশ্বরদী বাইপাস’ ও ‘রৌদ্র বসন্ত’ নামের তিনটি ছোটগল্পের বই আছে তার।

পূর্ববর্তী নিবন্ধরামুতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঁশখালীর ৩ বিএন‌পি নেতা জে‌লে