মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীনের জন্মদিনে গতকাল বুধবার প্রাক্তন মন্ত্রী মরহুম জহুর আহমদ চৌধুরীর বাসভবনে গতকাল বুধবার চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে উপস্থিত জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শফর আলী, আবদুল হালিম দোভাষ, কাউন্সিলর ড. নিছার উদ্দীন আহমদ মঞ্জু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, জাফর আহমদ, আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, সজল চৌধুরী, আবদুল আজিম, দিদারুল আলম, আবদুল মালেক, চাঁটগাইয়া নওজোয়ানের সাধারণ সম্পাদক আহিল সিরাজ, মানস কুমার মিত্র, আসিফ ইকবাল, আমির হামজা, রোকন উদ্দীন চৌধুরী, আবু তৈয়ব প্রমুখ। সংস্কৃতিকর্মীরা রাজনীতিবিদ ও সাহিত্য-সংস্কৃতি অনুরাগী ব্যক্তিত্ব মাহতাব উদ্দীন চৌধুরীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।