মাহজিবিন হুমাইরা

| সোমবার , ২৫ মার্চ, ২০২৪ at ১০:২০ পূর্বাহ্ণ

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজভী ও জামেয়ার ফকীহ মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভীর মাতা আলহাজ্বা মাহজিবিন হুমাইরা (৮০) গতকাল সকাল সাড়ে ১০টার সময়ে মাদরাসার পার্শ্বস্থ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিরাজিউন)

তাঁর জানাযার নামাজ বাদ আছর হযরত খাজা কালু শাহ (রা.) জামে মসজিদে অনুষ্ঠিত হয়। তাঁর ইন্তিকালে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর আবুল মুহসিন মুহাম্মদ ইয়াহিয়া খান, জামেয়ার অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভী ও জামেয়ার শিক্ষক মন্ডলী এবং কর্মকর্তাকর্মচারী প্রমুখ গভীর শোক প্রকাশ করে মরহুমার রূহের মাগফিরাত ও রফে দরজাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধীর বালা বড়ুয়া
পরবর্তী নিবন্ধজমিদার নুরুল আবছার চৌধুরীর ইন্তেকাল