আগামী ২৬ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় মাস গেদারিং ফর প্যালেস্টাইন মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মুভমেন্ট ফর ফ্রি প্যালেস্টাইনের সাথে মিনহাজ–উল–কুরআন বাংলাদেশের মতবিনিময় সভা গত সোমবার রাজধানীর বনশ্রীতে এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মিনহাজ–উল–কুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ঢাকা বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ। টেলি কনফারেন্সে যুক্ত হন মিনহাজ–উল–কুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ঢাকা বিভাগের প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল খুরশীদ আলম (অবঃ)।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কাজী ইসলাম উদ্দীন দুলাল, মুহাম্মদ মাঈন উদ্দীন, আইনজীবী মাসুদুল ইসলাম, গোলাম মাওলা, অ্যাডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী, মুহাম্মদ নাঈম উদ্দীন, এম এম বোরহান উদ্দীন, শাইখ আবু ছালেহ, প্রভাষক মুহাম্মদ সানাউল্লাহ, শাহজাহান পাটওয়ারী, গোলাম মাহমুদ প্রমুখ।
সভায় মুভমেন্ট ফর ফ্রি প্যালেস্টাইনের পক্ষে অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ আগামী ২৬ এপ্রিল মহাসমাবেশে মিনহাজ–উল–কুরআন নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানান। মহাসমাবেশ সফল করতে মিনহাজ–উল–কুরআন সংগঠনের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।