মাস্টার মাহফুজ আলী

| বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১২:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রেস মালিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুবের পিতা, বাঁশখালীর বৈলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাস্টার মাহফুজ আলী গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে যান। মরহুমের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস মালিক সমিতির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হারুন ও কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত এবং উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবদুল হক সওদাগর
পরবর্তী নিবন্ধআগুনে নিহত শ্রমিকদের প্রত্যেকের জন্য ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি