বাঁশখালীতে গরিব–মেধাবী শিক্ষার্থীকে বিনামূল্যে বই প্রদান করেছে মাস্টার নজির আহমেদ ট্রাস্ট। গত ১৫ বছর ধরে মাস্টার নজির আহমেদ ট্রাস্ট গরীব–মেধাবী শিক্ষার্থীদের বই বিতরণ করে আসছে। গতকাল বুধবার মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ মিলনায়তনে এই কার্যক্রমের ১৫ তম আসর অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের সদস্য ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মরিয়ম বেগম।
অনুষ্ঠানে মাস্টার নজির আহমেদ ডিগ্রি কলেজ, পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসা, যাতানুরাইন ফাজিল মাদ্রাসা, জলদি হোসাইনিয়া কামিল মাদ্রাসা, রংগিয়াঘোনা মনছুরিয়া ফাজিল মাদ্রাসা ও শেখেরখীল দারুচ্ছালাম আদর্শ আলিম মাদ্রাসার ১ হাজার ২০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
মাস্টার নজির আহমেদ কলেজের অধ্যাপক মফিদুল আলমের সঞ্চালনায় শিক্ষার্থী ওয়াহিদুল ইসলামের কোরআন তেলওয়াত ও মোহনা সিকদারের গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোশাররফ হোসাইন, রংগিয়াঘোনা মনছুরিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহফুজুর রহমান, বনশ্রী সেন গুপ্ত, তুষার কান্তি ভারতী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাদের বলেন, আগে একটি কথা প্রচলিত ছিল, জলদির দক্ষিণে আর দক্ষিণ নেই। আজকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে শিক্ষার আলো জ্বেলে আমাদেরকে দক্ষিণে এনেছেন কে? আপনারা সেই কথা জানেন? উনি হচ্ছেন শিক্ষানুরাগী মাস্টার নজির আহমদ। আজকে তার ছেলেমেয়েরা এই ধারাবাহিকতা বজায় রেখেছেন। মাস্টার নজির আহমদ কলেজে অনার্স কোর্স চালু করায় বাঁশখালীর ছেলেমেয়েরা উচ্চশিক্ষার স্বাদ পাচ্ছে গ্রামে।
প্রধান অতিথির বক্তব্যে মরিয়ম বেগম বলেন, মাস্টার নজির আহমদ ট্রাস্ট আমার মরহুম পিতার রেখে যাওয়া স্মৃতি। আমার পিতা তার জীবদ্দশায় শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অবদান রেখেছিলেন। আমরাও যাতে এসব কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারি, এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
শিক্ষার্থীদের ইন্টারনেট ছেড়ে বই পড়ার আহবান জানিয়ে তিনি বলেন, বই মানুষের অন্ধকার জীবনকে তাড়িয়ে দিয়ে নতুন জীবনের ধারণা দেয়। এখন আমরা সবসময় ইন্টারনেটের পেছনে পড়ে থাকি। ইন্টারনেট ছেড়ে আমাদের বইমুখী হতে হবে। শিক্ষা মানে অনার্স–মাস্টার্স অর্জন করলাম তা নয়। আমাদেরকে স্ব–শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলে জীবন আলোকিত হবে।
পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন বলেন, মাস্টার নজির আহমদ ট্রাস্টের সহযোগিতায় বাঁশখালীর কলেজ–মাদ্রাসার উচ্চ মাধ্যমিক ও আলিম শ্রেণিতে পড়ুয়া এমনকিছু দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের সন্তানদের কাছে বিনামূল্যে পাঠ্যপুস্তক ক্রয় করে দিতে পারতেন না। দরিদ্র পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ায় মাস্টার নজির আহমদ ট্রাস্ট পরিবারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।