সশস্ত্র বিপ্লবী, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান সৈনিক এবং চট্টগ্রাম বিদ্রোহের অস্ত্রাগার লুন্ঠনের মহানায়ক মাস্টার দা সূর্য সেনের ৮৭তম ফাঁসি দিবসে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। উপমন্ত্রীর পক্ষে নগরীর জেএমসেন হল প্রাঙ্গণে স্থাপিত সূর্য সেনের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহর লাল হাজারী, সাবেক ছাত্রনেতা পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত। বিশেষ বার্তায় নওফেল বলেন, তৎকালীন সময়ে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনসহ বহুবিধ বিপ্লবের অগ্রনায়ক ছিলেন মাস্টার দা সূর্য সেন। তিনি গোপনে স্বাধীনতা সংগ্রামের জমি তৈরি করছিলেন। আজও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মাস্টার দা কে স্মরণ করে আমরা এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। তিনি বাঙালির প্রেরণার ধ্রুবতারা।
চসিক : ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী মহানায়ক মাস্টার দা সূর্য সেনের ৮৭তম ফাঁসি দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের পক্ষে নগরীর জেএমসেন হল প্রাঙ্গণে স্থাপিত মাস্টারদার আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় প্রশাসকের একান্ত সচিব মো. আবুল হাশেম, সহকারী একান্ত সচিব স্বরুপ দত্ত রাজু, প্রকৌশলী মীর্জা ফজলুল কাদের উপস্থিত ছিলেন।
রাউজান : রাউজান প্রতিনিধি জানান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ভারত উপমহাদেশে বীর সন্তান মাস্টারদা সূর্য সেনের ৮৭তম প্রয়াণ দিবসে গতকাল জন্মস্থান রাউজানে এই বিপ্লবীর স্মৃতি সৌধ ও ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপজেলা সদরে স্থাপিত সূর্য সেন চত্বরে স্থাপিত ভাস্কর্যে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। এরপর মাস্টার দা সূর্য সেন স্মৃতি পাঠাগারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি শ্যামল কুমার পালিত, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের পক্ষে শাহ আলম চৌধুরী, জসিম উদ্দিন, জানে আলম জনি, সওকত হাসান, জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ। ফুল দিয়ে শ্রদ্ধা জানায় রাউজান প্রেস ক্লাব, সেন্ট্রাল বয়েজ অব রাউজান, মাস্টার দা সূর্য সেন স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
মুক্তিযুদ্ধের প্রজন্ম : মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে গতকাল মাস্টারদা সূর্য সেনের ফাঁসি দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সহ-সভাপতি অ্যাড. সাইফুন নাহার খুশীর সভাপতিত্বে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী। আলোচনায় অংশ নেন আবদুল মালেক খান, অ্যাড. সায়েম, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, মো. কামাল উদ্দিন, দীপন দাশ, নবী হোসেন সালাউদ্দিন, মোরশেদ আহমেদ খোকন, রাজীব চন্দ, ইঞ্জিনিয়ার ইয়াকুব হোসেন মুন্না প্রমুখ।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা : মাস্টারদা সূর্যসেনের ফাঁসি দিবসে মাস্টারদার আবক্ষ মূর্তিতে বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। ৮৭ বছর আগে মাস্টারদা সূর্যসেনকে নির্যাতন ও ফাঁসি দেয়ার দিনটিকে স্মরণ করে গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শিশুকিশোর মেলাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নগরীর জে এম সেন হল প্রাঙ্গণে স্থাপিত সূর্যসেনের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাজ্জাত হোসেন, সাধারণ সম্পাদক শিবু প্রসাদ চৌধুরী। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জাওইদ চৌধুরী, জাফর আল তানিয়ার, দেলোয়ার হোসেন, হোসাইন আহমেদ রুবেল, শেখ মহিউদ্দিন, এস এম তুষার, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম, মহসীন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন পলাশ, মামুনুর রশিদ রায়হান প্রমুখ।
জেএমসেন হল প্রাঙ্গণে আলোচনা সভা : মাস্টারদা সূর্যসেনের ৮৭তম ফাঁসি দিবসে গতকাল সকাল ৮টায় জেএমসেন হল প্রাঙ্গণে স্থাপিত আবক্ষ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তরা মাস্টারদার নামে চট্টগ্রাম মহানগরীর ১টি রাস্তা নামকরণের দাবি জানান। তারা বলেন, ১৯৩৪ সালের ১২ জানুয়ারি প্রহসনমূলক বিচারে তৎকালীন ব্রিটিশ সরকার মাস্টারদা সূর্য সেনকে চট্টগ্রাম কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করলেও তার রেখে যাওয়া স্বাধীন স্বদেশের স্বপ্নকে হত্যা করতে পারেনি। মাস্টারদা সূর্য সেন বাঙালির মানসপঠে চির জাগরুক বিপ্লবী চেতনার উৎস। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামল কুমার পালিত, তাপস হোড়, অ্যাড. চন্দন বিশ্বাস, বিপুল কান্তি দত্ত, দীপংকর চৌধুরী কাজল, বিশ্বজিৎ পালিত, অনুপ রক্ষিত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।