বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ–সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরীর বড় ভাই মাস্টার আবু তৈয়ব চৌধুরী গতকাল সোমবার সকাল সাড়ে ৫ টায় নগরীর বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল (ইন্নালিল্লাহে…রাজেউন)করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৬ বছর। গতকাল সোমবার বাদ আছর পটিয়ার পূর্ব মনসা তৈয়বিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর ছিদ্দিকী মাস্টার আবু তৈয়ব চৌধুরীর ইন্তেকালে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












