সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আশরফ আলী চৌধুরীর সন্তান ও লোহাগাড়া সমিতি চট্টগ্রামের সহ–সভাপতি আলহাজ্ব ফোরকান উল্লাহ চৌধুরীর পিতা মাস্টার অলি উল্লাহ চৌধুরী গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি মৃত্যুকালে ছেলে–মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন।
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমেবেদনা জানিয়েছেন লোহাগাড়া সমিতি চট্টগ্রামের সভাপতি শফিক উদ্দিন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন। প্রেস বিজ্ঞপ্তি।