মাস্টার্স টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতল ব্রাদার্স

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানী টি-টোয়েন্টি মাস্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ৭ উইকেটে ওপিএ কে পরাজিত করে শিরোপা জিতে নেয়। ব্রাদার্সের বোলারদের বিধ্বংসী বোলিং তোপের মুখে পড়ে মোটেও সুবিধা করতে পারেনি ওপিএ। বিশেষ করে পংকজ এবং জকির বোলিং তোপে স্বল্প রানেই গুটিয়ে যায় ওপিএ। এর সে স্বল্প রান তাড়া করতে নেমে জয়ের বন্দরে পৌছাতে মোটেও বেগ পেতে হয়নি ব্রাদার্স ইউনিয়নকে। বলা যায় একরকম একপেশে ফাইনাল ম্যাচ হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ওপিএ ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ইনিংসের সুচনা করতে নামা কায়সার পারভেজ। এছাড়া দুই অংকের ঘরে যেতে পেরেছেন মাত্র একজন। তিনি হলেন ১৭ রান করা রয়্যাল দাশ।
অতিরিক্ত থেকে আসে ১২ রান। বাকি ব্যাটারদের কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে ৩.১ ওভার বল করে মাত্র ৯ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন পেসার পংকজ দে। আর ৪ ওভার বল করে ১১ রানে ৪ উইকেট নিয়েছেন জকি। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন কামাল হোসেন এবং মোমিনুল হক। ৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানে প্রথম উইকেট হারায় ব্রাদার্স ইউনিয়ন ।
তবে শেষ পর্যন্ত ১৩.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ব্রাদার্স ইউনিয়ন। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করে অপরাজিত থাকেন ওপেনার জিয়াউর রহমান রানা। তিনি একটি চার এবং একটি ছক্কা মেরেছেন। ২৩ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন মাসু উদ দৌলা। তিনি ২টি চার এবং একটি ছক্কা মেরেছেন। রানের খাদা খোলার আগে ফিরেছেন সফদার আলি এবং খুররম। এছাড়া ১৮ বলে ১৫ রান করেন মাসুদ পারভেজ। ওপিএ এর পক্ষে তিনটি উইকেটই নিয়েছেন কায়সার পারভেজ ১৬ রান খরচায়। বল হতে দুর্দান্ত করা পংকজ দে নির্বাচিত হয়েছেন ফাইনালের ম্যাচ সেরা।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলহাজ আলী আব্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানী গ্রুপ অব কোম্পানীজের জেনারেল ম্যানেজার গোলাম মর্তুজা। এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি হাফিজুর রহমান, দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহি সদস্য এবং চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান আকবর, সিজেকেএস নির্বাহি সদস্য সৈয়দ আবুল বশর, জি এম হাসান, নাসির মিয়া, দিদারুল আলম, হারুন অর রশিদ, সিজেকেএস কাউন্সিলর এবং স্পন্সর ইস্পাহানী গ্রুপের প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সহ সভাপতি আবদুল আউয়াল বাবু, সুজিত রায় তমাল, অতিরিক্ত সাধারন সম্পাদক শওকত হোসেন, সিজেকেএস কাউন্সিলর এনামুল হক, আনজুমান আরা বেগম, মকসুদুর রহমান বুলবুল, আলি হাসান রাজু, চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সরোয়ার হোসেন বাবু, জয়নাল আবেদীন, আরিফ উদ্দিন রাসেল সহ এসোসিয়েশনের কর্মকর্তা এবং সদস্যবৃন্দ। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। উল্লেখ্য এবারের টুর্নামেন্টে ছয়টি দল অংশ গ্রহণ করে। গতকালের ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো মাস্টার্স কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের এবারের আসর।

পূর্ববর্তী নিবন্ধবিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ এবং মুশফিককে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের অধিনায়ক সোহান
পরবর্তী নিবন্ধসাড়া পাচ্ছে ‘ভাল্লাগে’