মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৬:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ। এম এ আজিজ স্টেডিয়ামে দুপুর ২ টায় শুরু হবে ফাইনাল মাচটি। আজকের ফাইনালে মুখোমুখি হবে ওপিএ এবং চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাব।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরন করবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্টান ইস্পাহানী গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী।

এবারের টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ এবং সেমিফাইনাল ম্যাচ আগেই শেষ হয়েছে। তবে বৃষ্টির কারনে ফাইনাল ম্যাচটি হতে পারেনি। যা আজ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধএবার দেশে ফিরলেন আফিফ-নাসুম-রিয়াদ
পরবর্তী নিবন্ধফাইনালই বাংলাদেশের প্রথম লক্ষ্য