চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত মাস্টার্স কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে আগ্রাবাদ নওজোয়ান ৮ উইকেটে শহীদ শাহজাহান সংঘকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৬ উইকেটে পরাজিত করে ফ্রেন্ডস ক্লাবকে। টুর্নামেন্টে ফ্রেন্ডস ক্লাব তাদের দুই ম্যাচেই পরাজিত হলো। অপরদিকে শাহীদ শাহজাহান সংঘ গতকাল হারলেও নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে একটি পয়েন্ট পেয়েছিল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। আগ্রাবাদ নওজোয়ান প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে।
বৃষ্টির কারণে সকালের ম্যাচটি ১০ ওভারে নির্ধারিত করা হয়। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ৮৯ রান সংগ্রহ করে শহীদ শাহজাহান সংঘ। দলের পক্ষে টিটু ১৬, রাজেশ ১৬, নাজমুল ১২, মামুর ১৩, রিয়াসাত ১০ রান করেন। আগ্রাবাদ নওজোয়ানের পক্ষে ১৫ রানে ৩টি উইকেট নেন- একটি করে উইকেট নিয়েছেন বাহার, সেলিমউল্লাহ এবং রাজিব। জবাবে ব্যাট করতে নেমে বাবলার ঝড়ো ব্যাটিংয়ে ৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে আগ্রাবাদ নওজোয়ান। দলের পক্ষে বাবলা ২০ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। ২০ বলে ২৯ রান করেন ইমরান। শহীদ শাহজাজহান সংঘের পক্ষে ২টি উইকেট নিয়েছেন তৌহিদ। ম্যাচ সেরা হয়েছেন আগ্রাবাদ নওজোয়ানের আলি নওশাদ বাবলা। তার হাতে পুরস্কার তুলে দেন বনজৌর রেস্টুরেন্টের পরিচালক আক্কাস উদ্দিন।
দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে ফ্রেন্ডস ক্লাব। কিন্তু শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ দিকে অলক নন্দী এবং ঈদে আমিনের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৯৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন অলক নন্দী। ১৩ বলে ১৩ রান করেন ঈদে আমিন। ১৫ রান করেন ফজলে রাব্বি সাজ্জাদ এবং ১১ রান করেন আহমেদ রাজিব। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে ২১ রানে ৩টি উইকেট নিয়েছেন পংকজ। ২টি উইকেট নিয়েছেন জকি। একটি করে উইকেট নিয়েছেন কামাল, মাহতাব, সুমন । ৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য খুব সহজে পার পায়নি ব্রাদার্স ইউনিয়ন। শাবিবুল আজমের দুর্দান্ত ব্যাটিং এর পরও ১৮.৩ ওভার পর্যন্ত খেলতে হয় ব্রাদার্সকে ৯৪ রান তুলতে। শেষ পর্যন্ত ৬ উইকেটে জয় নিয়ে ফিরেন ব্রাদার্স। দলের পক্ষে শাবিবুল আজম ৫১ বলে করেন ৫৫ রান। তিনি ৪টি চার এবং ২টি ছক্কা মেরেছেন। এছাড়া মাসুম ১২ এবং জকি ১১ রান করে অপরাজিত থাকেন। ফ্রেন্ডস ক্লাবের পক্ষে একটি করে উইকেট নিয়েছেণ রিপন, ঈদে আমিন, অলক নন্দী এবং ফজলে আহসান খান টিটু। ম্যাচ সেরা হয়েছেন ব্রাদার্স ইউনিয়নের শাবিবুল আজম। তার হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের স্পন্সর ইস্পাহানী গ্রুপ অব কোম্পানীজের জেনারেল ম্যানেজার আনিসুজ্জামান। আজ টুর্নামেন্টের দুটি খেলা অনুষ্ঠিত হবে।