সোনালী অতীত ক্লাব চট্টগ্রামের আয়োজনে হালিশহরস্থ শারীরিক শিক্ষা কলেজ মাঠে গতকাল ৮ জানুয়ারি দুপুরে মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সাবেক ফুটবল তারকাদের নিয়ে টুর্নামেন্টের প্রথম দিনে চারটি খেলা সম্পন্ন হয়। এরমধ্যে চট্টগ্রাম–নারায়ণগঞ্জের খেলা গোলশূন্য ড্র হয়, রাজশাহী ২–১ গোলে কুমিল্লাকে এবং ঢাকা ২–০ গোলে যশোরকে পরাজিত করে। সিলেট ও রংপুরের খেলা গোলশূন্য ড্র হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম গিয়াসউদ্দিন বাবর। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনালী অতীত ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাবেক জাতীয় ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। অনুষ্ঠানে সাবেক জাতীয় তারকা রুম্মান বিন ওয়ালি সাব্বির, এফ এ কামাল,ইমতিয়াজ আহমেদ নকীব,শামসুজ্জামান ইউসুফ, সিনিয়র সদস্য ইবাদুল হক লুলু, সাবেক জাতীয় ফুটবলার আরমান মিয়া, আলফাজ আহমেদ, আবদুল মান্নান, ইমতিয়াজ জনি, সোহেল রেজা, মাসুদ কায়ছার পারভেজ, মানু দত্ত, সোনালী অতীত ক্লাব চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী,মো. ফেরদৌস হাসান, আবদুল মোমেন জসিম, মোহাম্মদ লোকমান হোসেন,মোহাম্মদ ইব্রাহিম, আরিফিন, নাসিম এহসান,আরিফ,হিরো,স্পন্সর প্রতিষ্ঠানের ডিএমডি মো. শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। আজ দ্বিতীয় দিন আটটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় বরিশাল– নারায়ণগঞ্জ, বগুড়া–রাজশাহী, মুন্সীগঞ্জ– রংপুর,খুলনা–যশোর,চট্টগ্রাম–বরিশাল, বগুড়া ুকুমিল্লা, সিলেট–ঢাকা, খুলনা–ঢাকা অংশ নেবে। চার গ্রুপের সেরা দল সরাসরি সেমিফাইনালে খেলবে। ১০ জানুয়ারি প্রথম সেমিফাইনাল ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়নের সাথে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় সেমিফাইনাল ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নের সাথে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল প্রতিদ্বন্দ্বিতা করবে। বিকেলে বিজয়ী দু’দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ১২টি দল অংশ নিচ্ছে।












