সোনালী অতীত ক্লাব চট্টগ্রামের আয়োজনে মাস্টার্স কাপ জাতীয় আন্তঃ সোনালী অতীত ক্লাব ফুটবল টুর্নামেন্টের অষ্টম আসরে শিরোপা জিতেছে ঢাকা সোনালী অতীত ক্লাব। এ নিয়ে তারা সপ্তমবারের মত শিরোপা জয় করলো। চট্টগ্রামের হালিশহরস্থ শারীরিক শিক্ষা কলেজ মাঠে গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে ঢাকা স্বাগতিক চট্টগ্রামকে ৪–০ গোলে পরাজিত করে। ঢাকা সোনালী অতীত ক্লাবের পক্ষে সাবেক জাতীয় তারকা আলফাজ ২টি গোল করেন। এছাড়া সাবেক দুই কৃতী খেলোয়াড় আরমান মিয়া ও জাকির ১টি করে গোল করেন। এর আগে একই দিন সকালে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এতে প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম সোনালী অতীত ক্লাব টাইব্রেকারে ৫–৪ গোলে রংপুর সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে। দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা সোনালী অতীত ক্লাব ৩–০ গোলে রাজশাহী সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে ফাইনালের টিকেট লাভ করে। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আলফাজ। এছাড়া সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও উঠে তার হাতে।
আলফাজ ৭টি গোল করেন। আরমান মিয়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও নিজাম সেরা গোলরক্ষক মনোনীত হন। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদ চেয়ারম্যান সাঈদ আল নোমান প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। আয়োজক সোনালী অতীত ক্লাব চট্টগ্রামের সহ–সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, হালিশহরস্থ শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গিয়াসউদ্দিন বাবর ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাবেক জাতীয় তারকা শেখ মোহাম্মদ আসলাম ও রুম্মান বিন ওয়ালিদ সাব্বির বিশেষ অতিথি ছিলেন। টুর্নামেন্ট কমিটির সদস্য আবদুল মোমিন জসিমের সঞ্চালনায় সোনালী অতীত ক্লাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. আলী, প্রধান সমন্বয়কারী ফেরদৌস হাসান, সমন্বয়কারী শাহজাহান সামি, আজিজুর রহমান লিটনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












