সোনালী অতীত ক্লাব চট্টগ্রামের আয়োজনে মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম, রংপুর, ঢাকা ও রাজশাহী। আজ সকালে চট্টগ্রাম–রংপুর এবং ঢাকা–রাজশাহী সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর তাদের বিজয়ী দলের মধ্যে ফাইনাল শুরু হবে দুপুর আড়াইটায়। এদিকে গতকাল দ্বিতীয় দিনে আটটি খেলা অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ ২–০ গোলে বরিশালকে, রাজশাহী ১–০ গোলে বগুড়াকে, রংপুর ১–০ গোলে মুন্সিগঞ্জকে, খুলনা ১–০ গোলে যশোরকে, চট্টগ্রাম ২–০ গোলে বরিশালকে, কুমিল্লা ২–০ গোলে বগুড়াকে, সিলেট ১–০ গোলে মুন্সিগঞ্জকে এবং ঢাকা ১–০ গোলে খূলনাকে পরাজিত করে। নারায়ণগঞ্জের মিঠু, রাজশাহীর মাহমুদ, রংপুরের লিটু, খুলনার শান্ত, চট্টগ্রামের মোজাম্মেল, সিলেটের জুয়েল, কুমিল্লার রিদন ও ঢাকার আলফাজ ম্যাচসেরা হন। গতকাল ম্যাচসেরা চট্টগ্রামের মোজাম্মেলের হাতে পুরস্কার দেন মো. আলী ও গিয়াসউদ্দিন বাবর। ফাইনাল খেলা শেষে চট্টগ্রাম–১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আলম নোমান প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন।












