নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর দুই নম্বর গেইট মোড়ের পুলিশ বক্সে বোমা হামলার ‘মূল পরিকল্পনাকারী’ মো. সেলিমকে (৩৩) গ্রেপ্তার করেছে নগর পুলিশের বিশেষায়িত কাউন্টার টেররিজম ইউনিট। গতকাল বুধবার ভোরে আকবর শাহ থানার পোর্ট লিংক রোডের বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. সেলিম জঙ্গি সংগঠন নব্য জেএমবির সামরিক কমান্ডার ও লোহাগাড়ার জঙ্গল পদুয়া আশ্রয়ন প্রকল্প এলাকার মৃত আবু তালেবের ছেলে। কাউন্টার টেররিজম ইউনিটের সূত্র আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।
এদিকে বিকালের দিকে মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে মো. সেলিমকে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মো. সেলিমের একদিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। কাউন্টার টেররিজম ইউনিট জানায়, পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নয়জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ নয়জনের ৮ জনই মূল পরিকল্পনাকারী হিসেবে মো. সেলিমের নাম বলেছেন এবং তার সম্পর্কে নানা তথ্য দিয়েছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যার পর ষোলশহর দুই নম্বর গেইট মোড়ের পুলিশ বক্সে উক্ত বোমা হামলার ঘটনাটি ঘটে। এতে দুই ট্রাফিক পুলিশসহ পাঁচজন আহত হয় এবং পুলিশ বক্সটিতে থাকা সিগন্যাল বাতি নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত সুইচ বোর্ড নষ্ট হয়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করে ট্রাফিক পুলিশ। পরে মামলার তদন্ত কাজের দায়িত্ব দেওয়া হয় নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে।