মাস্টারদা সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসি মঞ্চে শ্রদ্ধাঞ্জলি

| মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ৯:৪৭ পূর্বাহ্ণ

কারা কর্তৃপক্ষ ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ৯১তম ফাঁসি দিবস গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে কারা অভ্যন্তরে ঐতিহাসিক নিদর্শন সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসির মঞ্চে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন, জেলার মোহাম্মদ এমরান হোসেন মিঞা, সারোয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন, সাংবাদিক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজী, সাবেক ইউপি সদস্য সুনীল দাশ, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সভাপতি মাস্টার অঞ্জন কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, তপন ভট্টাচার্য্য প্রমুখ। এতে নেতৃবৃন্দ ১মিনিট দাড়িঁয়ে নিরবতা পালন করেন। নেতৃবৃন্দ বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের দীর্ঘদিনের আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত ফাঁসির মঞ্চে বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদারের নাম ও ম্যুরাল সংযুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

তারা বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযোদ্ধা আমাদের জাতীয় জীবনে একই সূত্রে গাঁথা বিপ্লবীদের পথ ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে সশস্ত্র রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমাদেরকে স্বাধীন সার্ববোম রাষ্ট্র বাংলাদেশ উপহার দিয়ে যান। সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহাসিক নিদর্শন, স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি ধরে রাখা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তিনি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের কর্মকান্ডের জন্য সকল সদস্যদেরকে অভিনন্দন জানান। তিনি বলেন, যুগে যুগে দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সকলের কাছে আমরা চিরঋণী।

জয় বাংলা শিল্পী গোষ্ঠী : জয় বাংলা শিল্পীগোষ্ঠীচট্টগ্রামের উদ্যোগে গত ১৩ জানুয়ারী সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯১তম ফাঁসি দিবস পালন করা হয়। জয় বাংলা শিল্পীগোষ্ঠীর সভাপতি সজল দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, ডা. বিধান মিত্র, সুজিত দাশ অপু, সুজিত চৌধুরী মিন্টু, ডা. স্বপন দে, ডা. চয়ন চক্রবর্তী, নারায়ন দাশ, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, মুসলিম আলী জনি, দিলীপ সেনগুপ্ত, কানুরাম দে, হারাধন নাহা বাসু, সুমন চৌধুরী, বনবিহারী চক্রবর্তী, অশেষ দাশগুপ্ত, রতন ঘোষ, রতন ভট্টাচার্য্য, প্রণব চক্রবর্তী, নিলয় দে, প্রিয়া চক্রবর্তী, মো. মাহবুবুল আলম, মো. নুর, অপু ধর, অমিত দাশ প্রমুখ।

বক্তারা বলেন,বিপ্লবীদের মৃত্যু নেই, তাঁরা মৃত্যুঞ্জয়ী। নেতৃবৃন্দ বিপ্লবীদের নামে কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সড়কের নামকরণ করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সংবর্ধিত হলেন চার কোরআনে হাফেজ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পাহাড় কেটে সাবাড়, সরঞ্জাম জব্দ করে এলাকা সিলগালা