মাস্টারদা সূর্যসেনের ফাঁসি দিবস আজ

আজাদী ডেস্ক | শুক্রবার , ১২ জানুয়ারি, ২০২৪ at ৫:০৬ পূর্বাহ্ণ

ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের ৯০ তম ফাঁসি দিবস আজ। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনসহ বহুবিধ বিপ্লবের অধিনায়ক মাস্টারদা। মাস্টারদার পুরো নাম সূর্য কুমার সেন। তবে মাস্টারদা নামে সহযোদ্ধাদের কাছে পরিচিত ছিলেন। সূর্য সেনকে ১৯৩৪ সালের ১২ জানুয়ারি মধ্যরাতে চট্টগ্রাম কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

একই সাথে বিপ্লবী তারকেশ্বর দস্তিদারকেও ফাঁসি দেয়া হয়। মৃত্যুদণ্ড কার্যকরের পর সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের লাশ আত্মীয়দের হাতে হস্তান্তর করা হয়নি। ফাঁসির পর লাশ দুটো চট্টগ্রাম জেলখানা থেকে ট্রাকে করে ৪ নম্বর স্টিমার ঘাটে নিয়ে যাওয়া হয়। তারপর মৃতদেহ দুটোকে ব্রিটিশ ক্রুজার দ্য রিনাউনে তুলে নিয়ে বুকে লোহার টুকরা বেঁধে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের সংলগ্ন একটা জায়গায় ফেলে দেয়া হয়।

সূর্যসেন ১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রাজমনি সেন এবং মাতার নাম শশী বালা সেন।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ফিল্ম ইন্ডাস্ট্রি টলিউডে ১৯৮০ সালে মাস্টারদা ও তার সহযোদ্ধাদের স্বাধীনতা আন্দোলনের উপর ভিত্তি করে ‘চট্টগ্রাম অস্ত্রাগার দখল’ শীর্ষক একটি চলচ্চিত্র মুক্তিলাভ করে। চলচ্চিত্রটির পরিচালক নির্মল চৌধুরী। এছাড়াও ভারতের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডে চট্টগ্রাম অস্ত্রাগার দখল নিয়ে ‘খেলে হাম জি জান সে’ শীর্ষক একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, যার প্রধান চরিত্র মাস্টারদা সূর্য সেন। ছবিটির পরিচালক আশুতোষ গোয়ারিকর, মুক্তি পায় ২০১০ সালের ৩ ডিসেম্বর। চিটাগং (চলচ্চিত্র) নামে অপর একটি হিন্দি চলচ্চিত্রের পরিচালক বেদব্রত পাইন।

মাস্টারদার ফাঁসি দিবস উপলক্ষে চট্টগ্রামে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ৮টায় জে এম সেন হল প্রাঙ্গনে তাঁর ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সকল দেশপ্রেমিক নাগরিকের উপস্থিতি কামনা করেছেন মাস্টারদা সূর্যসেন স্মৃতি রক্ষা কমিটি, চট্টগ্রামের সভাপতি কবি সাংবাদিক আবুল মোমেন ও সম্পাদক তাপস হোড়।

পূর্ববর্তী নিবন্ধব্রিজ আছে, সড়ক নেই
পরবর্তী নিবন্ধপর্যটক সংকটে কক্সবাজার