মাস্ক

আ.ফ.ম মোদাচ্ছের আলী | বুধবার , ৬ জানুয়ারি, ২০২১ at ১০:২০ পূর্বাহ্ণ

সবাইকে আজ বলি চলো
আমি বলি তুমি বলো
মাস্কটা রাখো মুখে,
এটাই এখন করতে হবে
থাকতে হলে সুখে।
স্বাস্থ্যবিধি মেনে চলি
আসো সবে মিলে বলি
কোভিড করি জয়,
মাস্কটা মুখে পরলে পারে
থাকবেনাতো ভয়।

পূর্ববর্তী নিবন্ধহেমন্তের ছবি
পরবর্তী নিবন্ধমায়ের শাসন