‘নো মাস্ক, নো সার্ভিস, মাস্ক ব্যবহার করে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এ নির্দেশনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে জনগণকে উদ্বুদ্ধ করতে জনসচেনতামূলক র্যালি গতকাল শুক্রবার সাতকানিয়া পৌরসভা সদরে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। র্যালি উদ্বোধন করেন, স্বাধীনতা স্বাচিপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান। র্যালির পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ডা. মিনহাজ বলেন, প্রাণঘাতি করোনায় দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে সবার নিয়মিত মাস্ক ব্যবহার অভ্যাসে পরিণত করার বিকল্প নেই। সরকারি-বেসরকারি হাসপাতালসহ যে কোন পাবলিক প্লেসে নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।
সরকার প্রতিজন নাগরিকের জন্য বিনামূল্যের ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করবে যথাসময়ে। কিন্তু তা সময় সাপেক্ষ। আপাতত মনে রাখতে হবে মাস্কই ভ্যাকসিনত্তোর ভ্যাকসিন। শেষে সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শফিকুল ইসলামের নেতৃত্বে র্যালি পৌরসভার ১নং ওয়ার্ড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বক্তব্য দেন, সাতকানিয়া উপজেলার প্যানেল চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনজুমান আরা বেগম, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাইফুল ইসলাম সুমন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন, কাউন্সিলর এনামুল কবির, সাইফুদ্দীন দুলাল, সাইফুল আলম সোহেল, মো. সোলাইমান চেয়ারম্যান, এসএম হারুন, মো. দিনার, বিকাশ কান্তি দাশ, মো. কলিম উল্লাহ, মো. আয়াজ, ইয়ামিনুর রহমান ইমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।