করোনার সংক্রমণ দিন দিন বাড়ছে। এরপরও সচেতনতার লেশমাত্র নেই মানুষের মাঝে। স্বাস্থ্য বিধি মানা তো দূরের কথা অধিকাংশই মুখের মাস্কটিও পরছেন না। এ অবস্থায় ফের কঠোর হচ্ছে প্রশাসন। সোমবার (আজ) থেকে আবারো নামছে মোবাইল কোর্ট। এ মোবাইল কোর্ট সাধারণ মানুষের মাঝে মাস্ক পরা নিশ্চিত ও স্বাস্থ্য বিধি মানাতে কাজ করবে। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে
রাব্বি আজাদীকে বলেন- করোনার সংক্রমণ আবারো বাড়ছে। এ নিয়ে রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আমরা আশঙ্কার কথা তুলে ধরেছি। পরে জেলা প্রশাসক মহোদয় জানিয়েছেন এ বিষয়ে তারা কঠোর হবেন। সোমবার (আজ) থেকেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মাস্ক পরা নিশ্চিতে ও স্বাস্থ্য বিধি মানাতে ভ্রাম্যমাণ আদালতের ৬টি টিম কাজ করবে বলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। অবশ্য, আজ সোমবার সকাল দশটায় এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে চট্টগ্রাম জেলাপ্রশাসন। জেলা প্রশাসক মো. মমিনুর রহমান সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। জেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।