সমুদ্রসৈকতে এক পথচারীর তোলা সেলফিতে মাস্ক ছাড়া অবস্থায় পোজ দেওয়ায় সাড়ে তিন হাজার ডলার জরিমানা গুনতে হয়েছে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরাকে। শুক্রবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ তাকে এ জরিমানা করে। খবর বিডিনিউজের।
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় চিলিতে জনসমাগমস্থলে মাস্ক পরার ব্যাপারে ব্যাপক কড়াকড়ি রয়েছে। নিয়ম না মানলে জরিমানার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে কারাদণ্ডের বিধানও আছে। ডিসেম্বরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সেলফি ঘোরাফেরা করার পরপরই পিনেরা মাস্ক ছাড়া ছবি তোলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছিলেন। চিলির প্রেসিডেন্ট জানান, সমুদ্রসৈকত তীরবর্তী অভিজাত শহর কাচাগুয়ায় নিজের বাড়ির কাছের সমুদ্রসৈকতে হাঁটতে গেলে এক নারী তাকে চিনে ফেলেন ও একসঙ্গে ছবি তোলার অনুরোধ জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেলফিতে কাছাকাছি দাঁড়ানো পিনেরা ও নারী দুজনের মুখেই মাস্ক দেখা যায়নি। উল্টাপাল্টা কাজের জন্য চিলির এ ডানপন্থি প্রেসিডেন্টের বেশ খ্যাতি আছে। গত বছর রাজধানী সান্তিয়াগোতে অসাম্যর বিরুদ্ধে লাখো মানুষের তুমুল প্রতিবাদের সময়ও পিনেরাকে একটি পিজা পার্টিতে হাসিমুখে ছবি তুলতে দেখা গেছে।