মাস্ক না পরে বাইরে আট পথচারীকে জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ এপ্রিল, ২০২১ at ৭:১৮ পূর্বাহ্ণ

স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মাস্ক না পরে বাইরে বের হওয়ায় নগরে আট পথচারীর বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল রোববার নগরের ফজলুল কাদের রোড, চকবাজার মোড়, সিরাজদ্দৌলা রোড, টেরীবাজার ও সিনেমা প্যালেস এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
এ সময় দুই নির্বাহী ম্যাজিস্ট্রট করোনাভাইরাস রোধে জনসাধারণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করেন এবং জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মেডিকেল কলেজে মুজিব কর্নার উদ্বোধন
পরবর্তী নিবন্ধবান্দরবানে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ