স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মাস্ক না পরে বাইরে বের হওয়ায় নগরে আট পথচারীর বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল রোববার নগরের ফজলুল কাদের রোড, চকবাজার মোড়, সিরাজদ্দৌলা রোড, টেরীবাজার ও সিনেমা প্যালেস এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
এ সময় দুই নির্বাহী ম্যাজিস্ট্রট করোনাভাইরাস রোধে জনসাধারণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করেন এবং জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।












