সারাদেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় করোনা সচেতনতা বাড়াতে কাজ করছে রাঙামাটি জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা শহরের বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এসময় ৩টি মামলায় ৪ জনকে ৮০০ টাকা জরিমানা করা হয়। জানা যায়, রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমান ও শ্রাবণী বিশ্বাস বনরূপা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাস্ক না পরে ঘোরাঘুরি করতে দেখে ৪ ব্যক্তিকে ৮০০ টাকা জরিমানা করা হয়। কোতোয়ালী থানার এসআই অরূপ তালুকদারসহ রাঙামাটি জেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশের সদস্যরা অভিযানকালে উপস্থিত ছিলেন।