করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি না মেনে ঘরের বাইরে আসা লোকজনকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গতকাল নগরীর আন্দরকিল্লা, চকবাজার, কাজীর দেউড়ি, লালখান বাজার, জিইসি মোড় এবং বায়েজিদ এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাস্ক না পরে ঘরের বাইরে আসায় ৬৮ জনকে জরিমানা করা হয়েছে। এছাড়া ছিন্নমূল ও রিকশাচালকদের মাঝে মাস্ক বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম আন্দরকিল্লা ও চকবাজার এলাকায় অভিযান চালান। এ সময় মাস্ক না পরায় ২৮ জনকে ১৭ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে কাজীর দেউড়ি ও লালখান বাজার এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। তিনি মাস্ক না পরায় ২০ জনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এদিকে জিইসি মোড় এলাকায় গণপরিবহনে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। তিনি মাস্ক না পরায় ১৪ জনকে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করেন। এছাড়াও গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানায় ৫ জন চালককে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। নগরীর বায়েজিদ এলাকায় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর। তিনি ৬ জনকে ৪শ ৩০ টাকা জরিমানা করেন।