মাস্ক না পরে স্বাস্থ্যবিধি অমান্য করায় পটিয়ায় ১৬ জনকে ৭ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়েছে।
পটিয়া পৌরসদরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আজ মঙ্গলবার(২৫ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। এসময় ১৪টি মামলা দায়ের করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটিয়ার ইউএনও ফয়সাল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এসময় পটিয়া থানা পুলিশের একটি টিম তাকে সহায়তা করে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, মাস্ক না পরে ঘোরাঘুরি করার দায়ে ১৬ জনকে ১৪টি মামলায় ১৮৬০ এর ১৮৮, ২৬৯, ২৭০, ২৭১ ধারা মেতাবেক ৭ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়।