মাস্ক না পরায় নিউ মার্কেট এলাকায় ১৬ জনকে জরিমানা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ মার্চ, ২০২১ at ৭:৪০ পূর্বাহ্ণ

মুখে মাস্ক না পরায় নগরীর নিউ মার্কেট এলাকায় ১৬ জনকে জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন।
তিনি জানান, করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে নগরবাসীদের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে সতর্কতামূলক অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে মাস্ক না পরায় ১৪ জনকে ১০০ টাকা করে, দুইজনকে ৫০ টাকা করে জরিমানা করার পাশাপাশি তাদের সতর্ক করা হয়।
একই অভিযানে শাহ আমানত সুপার মার্কেটে ট্রেড লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনার অপরাধে ৭ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ২৪ ঘন্টার মধ্যে তাদের ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে নির্দেশনা দেয় ভ্রাম্যমান আদালত।

পূর্ববর্তী নিবন্ধমানবতার কল্যাণে আজীবন কাজ করে গেছেন আবদুল মন্নান
পরবর্তী নিবন্ধসোয়াত জাহাজ অবরোধস্থলে স্মৃতিসৌধ নির্মাণের দাবি