লোহাগাড়ায় মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে উপজেলা ভূমি অফিস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী।
তিনি জানান, করোনার দ্বিতীয় পর্যায় ঠেকাতে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় মাস্ক না পরায় ৮ জনকে ১ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। চকরিয়া প্রতিনিধি জানায়, স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরায় চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৩ ব্যক্তিকে ১৯০০ টাকা জরিমানা করেছেন। পাশাপাশি সচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক বিতরণ ও সকলকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করা হয়। গতকাল রোববার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত চকরিয়া পৌর সদরে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন।
তিনি বলেন, চলতি শীতে করোনার তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে। যে কারণে এ সময়টাকে করোনার সেকেন্ড ওয়েব বলা হচ্ছে। চকরিয়াতে করোনা মহামারী রোধে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি এ সময় চিরিঙ্গা বক্স রোডে রাস্তার উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করায় একটি ট্রাক এবং একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজার সৈকতে মাস্ক না পরায় ১৪ পর্যটককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলামের ভ্রাম্যমাণ আদালত সৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে অভিযান চালিয়ে এসব পর্যটককে বিভিন্ন অংকের জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম জানান, করোনা সতর্কতায় দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর গত ১৭ আগস্ট থেকে কক্সবাজারের সমুদ্র সৈকতসহ পর্যটন কেন্দ্রগুলো পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে খুলে দেওয়া হয়। সেই কক্সবাজারে এখন পর্যটকের ঢল। সমুদ্র সৈকতসহ পর্যটন স্পটগুলোতে হাজার হাজার পর্যটক থাকলেও অধিকাংশই মানছে না স্বাস্থ্যবিধি। ব্যবহার করছে না মাস্ক। এজন্য সৈকতের তিনটি পয়েন্টে অভিযান চালিয়ে ১৪ পর্যটককে অর্থদণ্ড দেয়া হয়েছে।
মহেশখালী প্রতিনিধি জানান, গতকাল রোববার সকালে কক্সবাজারের উপকূলীয় দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাস্ক না পরার অপরাধে ৪৭ জনকে প্রায় সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান জানান, রোববার সকালে উপজেলার প্রবেশদ্বার মহেশখালী জেটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরায় ১৬ জনকে ৪ হাজার ১শ টাকা জরিমানা করা হয়। অপরদিকে কুতুবদিয়ায় মাস্ক না পরায় ৩১ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল সাড়ে ৯টায় কুতুবদিয়ার বিদ্যুৎ মার্কেট, উপজেলা গেইট, বড়ঘোপ বাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ৩১টি মামলায় ওই ব্যক্তিদের কাছ থেকে ২ হাজার ৪৩০ টাকা জরিমানা আদায় করা হয়। ঘণ্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম জহিরুল হায়াত ও সহকারী কমিশনার (ভূমি) হেলাল চৌধুরী।