‘নো মাস্ক, নো টিকেট’ নীতি গ্রহণ করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। প্রধানমন্ত্রীর নির্দেশনা ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়নের অংশ হিসেবে মাস্ক ছাড়া টিকেট বিক্রি বন্ধে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নির্দেশনা জারি করা হয়েছে। এই ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে জানান, আমরা এখন ‘নো মাস্ক, নো টিকেট’ সিস্টেম চালু করেছি। মুখে মাস্ক ছাড়া কোনো যাত্রী রেলওয়ে স্টেশনে ঢুকতে পারবেন না এবং টিকেটও পাবেন না। এই ব্যাপারে আমরা গত সোমবার থেকে রেলস্টেশনে নির্দেশনা জারি করেছি, ব্যানার টাঙিয়েছি এবং কাউন্টারে কাউন্টারে নোটিশ লাগিয়েছি। মূলত করোনাভাইরাসের সংক্রমণ রোধে নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি ব্যাপকভাবে বাস্তবায়নের জন্য সরকারি প্রতিটি দপ্তরকে নির্দেশনা দেন। এই নির্দেশনা আসার পর রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ তা বাস্তবায়নের অংশ হিসেবে রেল স্টেশনে এই নির্দেশনা জারি করে।