মাস্ক

সুলতান মাহমুদ সেলিম | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২০ at ৪:৪১ পূর্বাহ্ণ

বাচ্চারা, মাস্কটা পরেছো তো ঠিক

তা না করে অনেকেই হাসে ফিক ফিক।

কেউ কেউ রাখে মাস্ক মুখের নীচে

এইভাবে মাস্ক পরা সত্যি মিছে।

কারো মাস্ক পকেটে, মুখটা খালি

তাই দেখে করোনা দেয় হাততালি।

আর কারো মুখ ঢাকা, নাকটা খোলা

কঠিন সময়ে মানুষ আত্মভোলা।

সামাজিক দূরত্ব কেউ মানে না

স্বাস্থ্য বিধি কি তাও জানে না।

সচেতন নই মোরা তাই সংক্রমণ

বাড়ছে কেবল তা, নিষেধ ভ্রমন।

মাস্কটা ঠিকঠাক দিতে হবে মুখে

তাহলে অতিমারী দেয়া যাবে রুখে।

পূর্ববর্তী নিবন্ধকরোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধআলোর মশাল হয়ে