চান্দগাঁওস্থ মাসুদ স্মৃতি সংসদ আয়োজিত মাসুদ স্মৃতি ক্রিকেট লিগের পঞ্চম আসরের ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গত ১৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ৭টায় সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ানস ১০ রানে সিলেট থান্ডারসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কুমিল্লার হয়ে ফরহাদ ১৭ রান ও ১ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। পুরো টুর্নামেন্টে ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন কুমিল্লা ভিক্টোরিয়ানসের সাহেদ।
তাছাড়া সেরা ব্যাটসম্যান হিসেবে সিফাত এবং সেরা বোলার হিসেবে মুনতাহিন নির্বাচিত হয়। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাসুদ স্মৃতি সংসদের উপদেষ্টা নাসির বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক লায়ন মঞ্জুর আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আব্বাস বাবুল ও মোহাম্মদ কবির। উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, সরোয়ার আলম, মনসুর আলম প্রমুখ।