মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন

এবারের আকর্ষণ চারু শিল্প, হস্তশিল্পসহ নানা পণ্য সামগ্রী

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

প্রতি বছরের ন্যায় এবারও মুক্তিযুদ্ধের চেতনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে মাসব্যাপী উদ্বোধন হলো মুক্তিযুদ্ধের বিজয় মেলার পণ্য মেলা। এবারের মেলায় আকর্ষণ হিসাবে থাকবে চিরায়িত বাঙালির গৌরব উজ্জ্বল অহংকার কারুশিল্প, চারু শিল্প, হস্ত শিল্প, মৃৎ শিল্পসহ দূর দূরান্ত থেকে আগত নানা প্রকার শিল্প কর্মের দ্রব্যাদি ও পণ্য সামগ্রী। গতকাল এই মেলা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র। মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে স্মরণ করা হয়।
প্রধান অথিতির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম সর্বকালে সর্বক্ষেত্রে অগ্রণী। বৃটিশ বিরোধী খেলাফত ও অসহযোগ আন্দোলনে চট্টগ্রামের প্রশংসনীয় ভূমিকা দেখে মহাত্মা গান্ধি বলেছিলেন ‘চিটাগাং টু দি ফোর’ অর্থাৎ চট্টগ্রাম সবার আগে। মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম বিদ্রোহ, স্বৈরাচার আইয়ুবের সামরিক আইন অমান্যের নজির স্থাপন করেছিলেন চট্টগ্রামের ছাত্র সমাজ। বঙ্গবন্ধু লালদীঘির মাঠ থেকে ৬ দফা আন্দোলন ঘোষণা করেছিলেন। আর সে আন্দোলন সারাদেশে কঠিন রূপে মুক্তিযুদ্ধের স্বপক্ষে রূপ নেয়, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলন গুলোর রূপরেখা তৈরি হয়েছিল চট্টগ্রামের মাটিতে। শুধু তাই নয় সর্ব প্রথম বঙ্গবন্ধুর আদর্শের চট্টগ্রামের কালুরঘাট ব্রিজ থেকে এম এ হান্নান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। তিনি আরো বলেন, চট্টগ্রামের হৃদয়ের সাথে গভীরভাবে জড়িত বীর মুক্তিযোদ্ধাদের নামে সিটি কর্পোরেশনের মেয়র থাকা কালীন সময়ের মধ্যে বিভিন্ন জায়গা ও স্থাপনা সমূহে স্মৃতিস্তম্ভ তৈরি করে দিয়ে যাবেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, আলহাজ্ব বদিউল আলম, পান্টু লাল সাহা, জহুরুল হক খোকা, মো. ইউসুফ, রমিজ উদ্দিন আহমেদ, বিজয় মেলার যুগ্ম মহাসচিব সৈয়দ মাহমুদুল হক, চন্দন ধর, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, কাউন্সিলর শহিদুল আলম, বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, আবুল হোসেন আবু, মো. সাহাবউদ্দিন, কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, আঞ্জুমান আরা, নীলু নাগ, দেবাশীষ নাথ দেবু, আজিজুর রহমান আজিজ, নুরুল আজিম রনি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধওয়েভার সনদ ছাড়া বিদেশী জাহাজে পণ্য পরিবহন, শিপিং এজেন্সিকে জরিমানা
পরবর্তী নিবন্ধবর্জ্য ব্যবস্থাপনায় পাইলট প্রকল্প উদ্বোধন