পরিবেশ রক্ষায় সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সহযোগিতায় সিটি যুব রেড ক্রিসেন্ট বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম.এ. সালাম। তিনি বলেন, পরিবেশ আজ আমাদের কাছ থেকে দায়বদ্ধতা চায়। একসময় সবুজে ঢাকা যে পৃথিবী ছিল, তা আজ বিপন্ন। সময় এসেছে তরুণ প্রজন্মকে নিয়ে পরিবেশ রক্ষার আন্দোলন গড়ে তোলার। জুলাই মাসে নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ ও বৃক্ষরোপণ করার ও সকল স্বেচ্ছাসেবককে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। যুব প্রধান আ ন ম তামজীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদি হাসান রায়হান, সিটি ইউনিটের ইউএলও আবদুর রহিম আকন, দীপ্ত ভট্টাচার্য্য, রাকিবুল ইসলাম ও সিটি ইউনিটের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।
কর্মসূচিতে বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীদের মাঝে আম, কাঁঠাল, বেল, নিম, বহেরা, হরিতকি,অর্জুনসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।
সভাপতি জানান, ‘এক স্বেচ্ছাসেবক, এক গাছ’ স্লোগানে চলমান এই উদ্যোগের মাধ্যমে নগরীর নানা শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।