ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে মাত্র দুদিন আগে বোলিং শুরু করেছেন মাশরাফি বিন মুর্তজা। ম্যাচ ফিটনেস কবে নাগাদ পাবেন তা এখনো নিশ্চিত নয়। এর মধ্যেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তাকে দলে নিতে শুরু হয়েছে টানাটানি। অভিজ্ঞ এই পেসারকে দলে পেতে আবেদন করেছে বরিশাল ও খুলনা। মাশরাফি ফিট হয়ে উঠলে কোনো দল আগ্রহী হলে তাকে নিতে পারবে। একাধিক দল আগ্রহী হলে তাদের মধ্যে লটারি হবে। বরিশাল দলের চেয়ারম্যান বলেন তারাই প্রথম আবেদন করেছেন এবং মাশরাফিকে পাওয়ার আশা তারা করছেন। এরই মধ্যে খুলনাও তাকে পেতে আবেদন করেছে। খুলনার ম্যানেজার ও সাবেক জাতীয় ক্রিকেটার নাফিস ইকবাল জানান তারা আবেদন করেছেন বুধবার। আগেই ঠিক হওয়া নিয়মের বাইরে কিছু হওয়ার সুযোগ তারা দেখছেন না। খুলনা দলে এমনিতেও মাহমুদউল্লাহ, সাকিব আল হাসানের মতো তারকার পাশাপাশি আছেন দেশের শীর্ষ আরও বেশ কজন ক্রিকেটার। তারপরও কেন তারা মাশরাফিকে পেতে আগ্রহী। নাফিস জানান প্রথমত সে মাশরাফি। আগ্রহ থাকার আর বাড়তি কোনো কারণ লাগে না। পাশাপাশি যদি আরও কারণ বলতে গেলে, সে দেশের সবচেয়ে অভিজ্ঞ পেসার। এই কন্ডিশন এবং উইকেটকে সে ভালভাবে কাজে লাগাতে পারবে বলে আমরা মনে করছি। গত মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের পর এখনও পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে খেলেননি মাশরাফি। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে তাকে রাখা হয়নি বঙ্গবন্ধু টি-টোয়েন্টির প্লেয়ার্স ড্রাফটে। সেই ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার শেষ ধাপে আছেন তিনি। ১০ কেজি ওজন কমিয়ে বোলিং শুরু করেছেন গত মঙ্গলবার থেকে।