মালয়েশিয়াগামী ৩০ জন রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার বড ডেইল সৈকত থেকে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গাদের মধ্যে ৫ জন পুরুষ ছাড়াও ২০ নারী ও ৫ শিশু রয়েছে। এ সময় পাচারে জড়িত ট্রলারটিও জব্দ করা হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি টিমও ঘটনাস্থলে পৌঁছেছে।
জানা যায়, গত ২২ এপ্রিল বৃহস্পতিবার টেকনাফ, উখিয়া ও কক্সবাজার উপকূলের বিভিন্ন স্পট থেকে ছোট ছোট নৌকা নিয়ে ট্রলারে উঠে কুতুপালং, বালুখালী হতে অর্ধশতাধিক রোহিঙ্গা।
গতকাল সোমবার (২৬ এপ্রিল) রাতে এসব রোহিঙ্গা নিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে রওয়ানা দেয় ট্রলারটি।
রাতে এদিকে-ওদিকে ট্রলার চালিয়ে ডাকাত দল পিছু নিয়েছে এমন কথা বলে এক পর্যায়ে মাঝি ট্রলার ভিড়িয়ে দেয় আজ মঙ্গলবার ভোরে।
এরপর প্রায় ১৫/২০ জন পুরুষ সটকে পড়ে।
রোহিঙ্গাবোঝাই ট্রলারটি ভেড়ার খবর পেয়ে কোস্ট গার্ড সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বড় ডেইল উপকূল থেকে কোস্ট গার্ড ৩০ জন রোহিঙ্গাকে উদ্ধার ও ট্টলারটি জব্দ করে। পরে খবর পেয়ে পুলিশের একটা টিমও স্পটে পৌঁছে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত তাদের নাম-ঠিকানা লিপিবদ্ধ করা হচ্ছিল।
কোস্ট গার্ড সূত্র জানিয়েছে, আটক রোহিঙ্গাদের নাম-পরিচয় লেখার পর দালালদের চিহ্নিত করা হবে।
এদিকে, বাহারছড়া উপকূল দিয়ে রওয়ানা হলেও ট্রলারটি ডাকাতের কবলে পড়ে বলে জানান রোহিঙ্গা আরোহীরা।
তবে অন্য একটি সূত্র বলছে মালয়েশিয়া নেওয়ার কথা বলে দালাল চক্র টাকা হজম করতে কৌশলের আশ্রয় নিয়ে ডাকাত আতংক ছড়িয়ে বড় ডেইল উপকূলে ভিড়িয়ে দেয় ট্রলারটি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, “আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার সময় কোস্ট গার্ড বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকায় সাগরে ২০ জন রোহিঙ্গা মহিলা, ৫ জন রোহিঙ্গা পুরুষ ও ৫ জন শিশু উদ্ধার করা হয়। তারা মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে গত পাঁচ দিন যাবত সাগরে বোটের মধ্যে অবস্থান করছিল। তারা সাগরে ডাকাতের কবলে পড়ে বলে রোহিঙ্গারা জানায়। তারা কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট থেকে ছোট ছোট নৌকায় করে গভীর সমুদ্রে জড়ো হয়ে বড় নৌকায় করে মালয়েশিয়া যাওয়ার জন্য রওয়ানা হয়েছিল।”
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।