মালয়েশিয়ার বিপক্ষে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু আফঈদা-ঋতুপর্ণাদের

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৭:৩৩ পূর্বাহ্ণ

জাতীয় স্টেডিয়ামে ফেরার ক্ষণ রাঙাতে পারল না বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করল পিটার জেমস বাটলারের দল। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বুধবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ১০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২০১৩ সালের পর এই প্রথম জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলল মেয়েরা। সবশেষ ফিলিপাইনের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে এই মাঠে খেলে হেরেছিল ৪০ ব্যবধানে। ফেরার ম্যাচেও হারের তেতো স্বাদ পেল দল। ফিফা র‌্যাঙ্কিংয়ের ৯২তম অবস্থানে থাকা মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ সবশেষ খেলেছিল তিন বছর আগে। কমলাপুরের স্টেডিয়ামের টার্ফে প্রথম ম্যাচে বাংলাদেশ ৬০ গোলে জিতলেও, গোলশূন্য ড্র করেছিল দ্বিতীয় ম্যাচে। ঘাসের মাঠে মালয়েশিয়া দেখাল তাদের সামর্থ্য। ম্যাচের শুরুতে ছন্দময় ছিল বাংলাদেশ। সপ্তম মিনিটে গোছালো আক্রমণে দারুণ সুযোগ তৈরি হয়। অভিষিক্ত সুলতানার রক্ষণচেরা পাস ধরে ডান দিক থেকে বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান শামসুন্নাহার জুনিয়র, ছুটে গিয়ে লাফিয়ে হেড করার চেষ্টা করেন মনিকা চাকমা; কিন্তু পাননি বলের নাগাল। ২৯তম মিনিটে পাল্টা আক্রমণে বাংলাদেশের জালে বল পাঠায় সফরকারীরা। সতীর্থের লং পাস নুর আইনসাহ বিনতে মুরাদ নিয়ন্ত্রণে নেওয়ার সময় তার পাশেই ছিলেন ডিফেন্ডার কোহাতি কিসকু। একই সময়ে রূপনা চাকমা পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় দুজনের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়। সেই সুযোগে রূপনাকে ফাঁকি দিয়ে বাম পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন নুর। দ্বিতীয়ার্ধে মুনকি আক্তার, সুলতানা ও শামসুন্নাহার জুনিয়রের বদলি নামেন স্বপ্না রানী, তহুরা খাতুন ও সাগরিকা। তবে বাংলাদেশের খেলায় ধার ফেরেনি। এ অর্ধের শুরুতে রক্ষণে তালগোল পাকিয়ে বল হারিয়ে বিপদ ডেকে আনতে বসেছিলেন শিউলি আজিম। তবে হেনরিটা জাস্টিনের দুর্বল শট রূপনা সহজে ফেরান। ৫৭তম মিনিটে নুর নাজওয়ার শট সরাসরি যায় গোলকিপারের কাছে।

৬২তম মিনিটে রূপনার দারুণ সেভে ব্যবধান হয়নি দ্বিগুণ। দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে নূর আইনসাহর শট লাফিয়ে গ্লাভসে জমান তিনি। ছয় মিনিটে পর সমতায় ফেরার সুবর্ণ সুযোগ নষ্ট করেন সাগরিকা। তহুরার সাথে বল দেওয়া নেওয়া করে বক্সে ক্রস বাড়ান ঋতুপর্ণা, অরক্ষিত সাগরিকার হেড যায় পোস্টের বাইরে। পরের মিনিটেই মালয়েশিয়ার আক্রমণ ঠেকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে যান রূপনা। বল গ্লাভসে জমালেও নুর আদ্রিয়েনা বিনতে জামজাহিরির সাথে সংঘর্ষে ব্যথা পান তিনি। চিকিৎসা নিয়ে অবশ্য খেলা চালিয়ে যান রূপনা। ৭৬তম মিনিটে ঋতুপর্ণা ও শামসুন্নাহার সিনিয়রকে তুলে মামনি চাকমা ও জয়নব বিবি রিতাকে নামান পিটার জেমস বাটলার। শেষ দিকে তহুরার দুর্বল শট পরাস্ত করতে পারেনি মালয়েশিয়া গোলকিপারকে। মালয়েশিয়ার একটি প্রচেষ্টা দারুণ ক্ষিপ্রতায় রূপনা ফেরালে ব্যবধানও বাড়েনি। যোগ করা সময়ে জটলার ভেতর থেকে মনিকা শট নিলেও গোলকিপার ফিরিয়ে দেন। হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। আগামী মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আজারবাইজানের মুখোমুখি হবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধনিরব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সুপার সিক্সে কোয়ালিটি স্পোর্টস
পরবর্তী নিবন্ধবিপিএলের পর্দা উঠবে ১৯ ডিসেম্বর