মালয়েশিয়ার ইউটিপিতেও যাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

ইডিইউর সাথে চুক্তি স্বাক্ষর

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২০ at ১০:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে বিশ্বমানের জ্ঞান ছড়িয়ে দেয়ার যে লক্ষ্য নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছিলো ইস্ট ডেল্টা ইউনভার্সিটি, তা অর্জনে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছে এ বিশ্ববিদ্যালয়। ইডিইউর অর্জনের মুকুটে নতুন পালক হিসেবে যুক্ত হলো মালয়েশিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকারী ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস। সাম্প্রতিক র‌্যাঙ্কিংয়ে এশিয়ার শ্রেষ্ঠ একশ’ বিশ্ববিদ্যালয়ের একটি এবং ইঞ্জিনিয়ারিংয়ে এশিয়ার অন্যতম সেরা এ বিশ্ববিদ্যালয়।
এঙচেঞ্জ প্রোগ্রামের আওতায় এখন ইডিইউর শিক্ষার্থীরা এক সেমিস্টারের জন্য পড়তে এবং ফ্যাকাল্টি মেম্বাররা পিএইডির গবেষণার জন্য ইউটিপি’তে যেতে পারবে। উভয় বিশ্ববিদ্যালয়ই গবেষণা ও জ্ঞানের উন্নয়নে পরস্পরের রিসোর্স ব্যবহারের সুযোগ পাচ্ছে। এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি।
উপ-উপাচার্য অধ্যাপক ড. হিলমি মুখতারের নেতৃত্বে ইউটিপি’র একটি প্রতিনিধি দল গত বছরের ২৫ জুন ইডিইউ পরিদর্শন করেছিলেন। সে সময় উচ্চশিক্ষার উন্নয়নে ইডিইউর সাথে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন উপ-উপাচার্য। ইডিইউ কর্তৃপক্ষ তাদের এ আহ্বান সাদরে গ্রহণ করে এবং দুই বিশ্ববিদ্যালয়ই জ্ঞানের প্রসারে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সে আলোচনার প্রেক্ষিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি শুরু থেকেই বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুগ্মভাবে কাজ করছে। এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া নিঃসন্দেহে আনন্দের। প্রযুক্তিক্ষেত্রে, বিশেষত ইঞ্জিনিয়ারিংয়ে তাদের দক্ষতা ও গবেষণা অন্যদের জন্য অনুকরণীয়। তেল-গ্যাসক্ষেত্রে কর্মরত বিশ্ববিখ্যাত পেট্রোনাস গ্রুপের সঙ্গে যুগপৎভাবে কাজ করছে ইউটিপি। ফলে তাদের গবেষণা ও দক্ষতা ইন্ডাস্ট্রিতে তারা কাজে লাগাতে পারছে। ১৬টি রিসার্চ সেন্টার সমৃদ্ধ এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আমাদেরকে সমৃদ্ধ করবে। অধ্যাপক ড. হিলমি মুখতার বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভালো ও অগ্রসরমান বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ কার্যক্রমের মাধ্যমে উচ্চশিক্ষার সম্ভাব্য সবক্ষেত্রেই পারস্পারিক মানোন্নয়নে কাজ করতে আগ্রহী ইউটিপি। ইডিইউর মান ও সুনাম সম্পর্কে আমরা আগে থেকেই অবগত। বাংলাদেশে আন্তরিকভাবে উন্নত ও বিশ্বমানের শিক্ষা দিচ্ছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। এই চুক্তির ফলে দুই বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উভয় দেশ উপকৃত হবে বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, মানবসভ্যতা উন্নয়নে আমরা কাজ করতে চাই।
উল্লেখ, ইউটিপি ছাড়াও মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির সাথে ইডিইউর শিক্ষার্থী বিনিময় চুক্তি রয়েছে। এবং প্রতি বছরই বেশ কিছু শিক্ষার্থী এক সেমিস্টারের জন্য এ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাসিক ন্যূনতম মজুরি অবিলম্বে বাস্তবায়ন দাবি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৫৭