মালয়েশিয়াকে ৬ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৭:০০ পূর্বাহ্ণ

মালয়েশিয়ার বিপক্ষে মেয়েদের আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ৬-০ গোলে জিতেছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছেন আঁখি খাতুন। একটি করে গোল আসে সাবিনা খাতুন, সিরাত জাহান স্বপ্না, মনিকা চাকমা ও কৃষ্ণা রানী সরকারের পা থেকে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধে ৪ গোলের পর দ্বিতীয়ার্ধে ২ গোল করে সফরকারীদের গোলবন্যায় ভাসায় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণে দারুণ আক্রমণে থাকে বাংলাদেশের মেয়েরা।

একের পর এক গোলে ফিফা র‌্যাংকিংয়ের ৬১ ধাপ উপরে থাকা দলটিকে করে বিধ্বস্ত। শক্তি সামর্থ্যের বিচারে ম্যাচে মালয়েশিয়াই ছিল ফেবারিট। কিন্তু মাঠের লড়াইয়ে বাংলার বাঘিনীদের গর্জনের সামনে অসহায় আত্মসমর্পন করেন মালয়েশিয়ার মেয়েরা।

পূর্ববর্তী নিবন্ধসিডিএফএ কিশোর ফুটবল লিগের গ্রুপিং সম্পন্ন
পরবর্তী নিবন্ধটানা দ্বিতীয় জয় পাওয়া চট্টগ্রাম আজ খেলবে সেনাবাহিনীর বিপক্ষে