মাল্টিপারপাসের অর্থ আত্মসাৎ মামলায় গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ৬:২৫ পূর্বাহ্ণ

সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. আবু মুছা রাশেদ নামের একজন স্কুল এন্ড কলেজ অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পতেঙ্গা থানা পুলিশ। তিনি পতেঙ্গার চরপাড়া এলাকার তাজিয়া বাপের বাড়ির আবু বকরের ছেলে।
গতকাল বিকেল সাড়ে চারটার দিকে গ্রীণ বেল স্কুল এন্ড কলেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পতেঙ্গা থানার ওসি কবির হোসেন আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি মাল্টিপারপাস সমিতি থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করেননি মো. আবু মুছা রাশেদ। এ ঘটনায় গত ৮ নভেম্বর সমিতির কো-অর্ডিনেটর জসিম উদ্দিন আদালতে একটি মামলা করেন। আদালত ওয়ারেন্ট ইস্যু করলে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে। এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৭ জানুয়ারি উক্ত সমিতি থেকে ঋণ নেন আবু মুছা রাশেদ।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি খালাসে ডলফিন জেটি-৩ ব্যবহারে আগ্রহী যমুনা অয়েল
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুরা পেল শীতবস্ত্র