মালির কৌশলগত শহর জিহাদিদের দখলে

| শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৭:০৬ পূর্বাহ্ণ

আলকায়েদার সাথে সম্পৃক্ত জিহাদিরা মালি শহরের সামরিক বাহিনীর ক্যাম্প দখলের এক সপ্তাহ পর মধ্য মালির কৌশলগত শহর ফারাবুগো দখলে নিয়েছে। স্থানীয় সূত্র বৃহস্পতিবার এএফপি’কে এই তথ্য জানিয়েছে। বামাকো থেকে এএফপি এই খবর জানিয়েছে। দেশটি যখন নতুন করে জিহাদি সহিংসতার মুখোমুখি হচ্ছে, তখন ফারাবুগোর দখল একটি প্রতীকী ঘটনা। খবর বাসসের।

২০২০ সালে ক্ষমতা দখলকারী সামরিক জান্তা কর্তৃক গৃহীত প্রথম পদক্ষেপগুলির মধ্যে একটি ছিল ছোট শহরটির জিহাদি অবরোধের অবসান ঘটানো। আলকায়েদার সাথে যুক্ত গ্রুপ ফর দ্য সাপোর্ট অব ইসলাম অ্যান্ড মুসলিমস (আরবিতে জেএনআইএম) এর যোদ্ধারা তাদের প্রচারণা প্ল্যাটফর্ম আলজাল্লাকায় প্রকাশিত বার্তায় দাবি করেছে, তারা এই অভিযানের পিছনে ছিল।

পূর্ববর্তী নিবন্ধফোনালাপ ফাঁসের জেরে পদচ্যুত হচ্ছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ব্রাজিল