মালিতে সোনার খনি ধসে অন্তত ৭৩ জনের মৃত্যু

| শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৯:২১ পূর্বাহ্ণ

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সোনার খনি ধসে ৭৩ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার মালির খনি মন্ত্রণালয় জানায়, গত সপ্তাহে দক্ষিণপশ্চিম মালির একটি ছোট সোনার খনিতে কাজ করার সময় সুড়ঙ্গ ধসে ৪০ জনেরও বেশি শ্রমিক নিহত হয়। এর আগে মঙ্গলবার আরেকটি বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছিল, দক্ষিণপশ্চিম কৌলিকোরো অঞ্চলের কাঙ্গাবা সার্কেলে শুক্রবার ঘটনাটি ঘটেছে। খবর বিডিনিউজের।

শ্রমিকরা স্থানীয়ভাবে পরিচালিত ঐতিহ্যবাহী খনিটির সুড়ঙ্গে কাজ করার সময় সেটি ধসে পড়ে বলে বিবৃতিতে জানানো হয়। কিন্তু কাঙ্গাবা শহরের সোনার খনিগুলোর জন্য নিযুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় ৭৩ জনেরও বেশি শ্রমিক নিহত হয়েছে। একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে তিনি বলেন, একটি শব্দ দিয়ে এটি শুরু হয়। মাটি কাঁপতে শুরু করে।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন, ব্রিটিশ নাগরিকদের ইয়েমেন ত্যাগের নির্দেশ হুতিদের
পরবর্তী নিবন্ধইমরান খানের দলের খবর প্রচার না করতে গণমাধ্যমকে চাপ