আফ্রিকার দেশ মালিতে একটি গ্রামে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন। গত সোমবার দেশটির মোপ্তি অঞ্চলের ডিজিগুই বোম্বো গ্রামে এই হামলার ঘটনা ঘটে। বিদ্রোহে জর্জরিত মধ্য মালির ওই অঞ্চলের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গ্রামটিতে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, সশস্ত্র লোকেরা গ্রামটি ঘিরে ফেলে এবং লোকজনকে গুলি করতে শুরু করে। হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন। কিছু লোক পালিয়ে যেতেও সক্ষম হয়। কিন্তু অনেককে হত্যা করা হয়েছে, নিহতদের বেশিরভাগই পুরুষ। এটি গণহত্যা। খবর বাংলানিউজের। কর্মকর্তারা হামলাকারীদের শনাক্ত করতে পারেননি তাছাড়া কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায়ও স্বীকার করেনি। সাহেল অঞ্চলজুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতের উপকেন্দ্র হচ্ছে মালি। দেশটিতে জঙ্গি–বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।